Published on: March 11, 2025, 2:45 a.m.
Category: প্রশ্ন উত্তর
আমরা কর্জ লেনদেনের ক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণ করি। যেমনঃ
ক) ব্রাঞ্চ এরিয়ার বাসিন্দা ছাড়া কর্জ না দেয়া - এতে কর্জ গ্রহীতাকে জানা থাকে এবং তার থেকে কর্জ আদায় করা সহজ হয়
খ) কর্জ প্রদানের ক্ষেত্রে সাক্ষী রাখা এবং লিখিত ফর্ম পূরণ করা
গ) কিস্তিতে কর্জ ফেরতের সুযোগ দেয়া - এতে কর্জ গ্রহীতা সহজেই কর্জ পরিশোধ করতে পারে।
ঘ) কেউ কর্জ নেয়ার পরেও দরিদ্রতা এবং বিপদ বৃদ্ধি পেলে তাকে সহজে কর্জ পরিশোধ করার সুযোগ করে দেয়া
এই নিয়মগুলো অনুসরণ করার কারনে আমাদের কর্জ ফেরতের হার প্রায় শতভাগ। এজন্য সঞ্চয় জমাকারীর টাকাও আমরা সহজে ফেরত দিতে পারি। এছাড়া অনেক ভাই আমাদের ফান্ডে সাদাকা করেন, কোন কারনে কর্জ গ্রহীতা কর্জ ফেরত দিতে অপারগ হলে সাদাকার টাকা থেকে টাকা সরবরাহ করা যাবে।
উত্তরঃ বর্তমানে কর্মীর বেতন কয়েকজন ডোনারের মাধ্যমে ব্যাবস্থা করা হয়। তবে ভবিষ্যতে কর্জে হাসানার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাবসার পরিকল্পনা রয়েছে। ব্যাবসার লভ্যাংশ থেকে কর্মীর বেতন প্রদান করা হবে। এছাড়া আমাদের কয়েকটি ব্রাঞ্চ মসজিদ ভিত্তিক, সেখানকার দায়িত্বশীলদের কোন বেতন প্রদান করতে হয়না।