আল্লাহ তা'আলা স্বয়ং এর প্রতিদান দেন
"কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? আল্লাহ তা দ্বিগুণ বা বহুগুণে বৃদ্ধি করে দিবেন।" (সূরা বাকারা: ২৪৫)
পরকালে বিশেষ প্রতিদান
“যে ব্যক্তি কোন মুসলমানের সংকট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিনে তার সংকট দূর করবেন।” (মুসলিম, হাদিস: ২৬৯৯)
সম্পদ বৃদ্ধি ও বরকত লাভ
“যা কিছু তুমি ব্যয় করো বা যা কিছু কর্জ দাও, আল্লাহ তা জানেন এবং তিনি এর প্রতিদান দেবেন।” (সূরা তাগাবুন: ১৭)
ইমানের নিদর্শন
“তোমরা একে অপরের প্রতি দয়া দেখাও এবং সহযোগিতা কর। এটি ইমানের নিদর্শন।” (সহিহ বুখারি)
কর্জে হাসানা কী?
কর্জে হাসানা হচ্ছে সুদমুক্ত ঋণ। আপনাকে আমরা যে পরিমান কর্জ দিবো আপনি ঠিক তত টাকাই ফেরত দিবেন ধাপে ধাপে (কিস্তিতে), কোন জরিমানা ফি নেই, কোন সার্ভিস চার্জ নেই।
✔ আমরা কিভাবে কাজ করি
কর্জ পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সদস্য হতে হবে। আমাদের বাঞ্চের আওতাধীন যে কেউ সদস্য হতে পারবেন। ব্রাঞ্চ আওতার বাইরে হলে "গ্লোবাল" সদস্য হতে পারবেন। "গ্লোবাল" সদস্যগন বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে সঞ্চয় জমা রাখতে পারবেন, কিন্তু কর্জ নিতে পারবেন না। সদস্য হওয়ার পর সাপ্তাহিক বা মাসিক সঞ্চয় জমা দেয়ার অনুরোধ থাকবে। জমাকৃত টাকা ১ বছর পরে উত্তলন করতে পারবেন। আপনার দেয়া সঞ্চেয়ের টাকা থেকেই আমরা বিপদগ্রস্থ ব্যাক্তিকে ঋণ প্রদান করি।
✔ যেভাবে কর্জ পাবেন
যেসব গ্রামে “কর্জে হাসানা”র ব্রাঞ্চ স্থাপিত হয়েছে শুধুমাত্র ঐ সব ব্রাঞ্চের আওতাধীন এলাকার লোকদের পক্ষেই এই ঋণ বা কর্জে হাসানা পাওয়ার সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। অন্যথায়, বর্তমান কাঠামোতে কোনভাবেই এই ঋণ পাওয়ার সুযোগ নেই। "গ্লোবাল" সদস্যগণ কর্জে হাসানা নিতে পারবেন না। কর্জ প্রার্থীকে অবশ্যই আমাদের সদস্য হতে হবে এবং কর্জের আবেদন ফর্ম পূরণ করতে হবে। কর্জ ফর্মে দুই জন সাক্ষীর সাক্ষর থাকতে হবে।
✔ কর্জের ধরণ, সর্বোচ্চ সীমা এবং টার্গেট গ্রুপ
এটি ক্ষুদ্র ঋণ । দেশের প্রান্তিক দরিদ্র শ্রেণী এবং সংকটে নিপতিত মানুষদের জন্য এই ঋণ। সাধারণভাবে এই ঋণের সর্বোচ্চ সীমা মাত্র ১০ হাজার টাকা। ৮-১০ মাস মেয়াদে সাপ্তাহিক কিস্তিতে কর্জ পরিশোধ করতে পারবেন। কোন কারনে নির্দিষ্ট মেয়াদে কর্জ পরিশোধ করতে না পারলে কোন চার্জ নেয়া হয়না, কর্জ গ্রহীতাকে কর্জ পরিশোধের সময় বৃদ্ধি করে দেয়া হয়। অনেক মানুষ হঠাৎ বিপদে পরেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরেও টাকা পান না। অবশেষে বাধ্য হয়ে সুদি এনজিও বা মহাজনের কাছে যেতে হয়। এই শ্রেনীর মানুষকে সুদ থেকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ। এছাড়া নুতন ব্যবসায়ের জন্যে ক্ষুদ্র ঋণ, ঘর মেরামত, রিক্সা ভ্যান ইত্যাদি মেরামত বা ক্রয়, সাইকেল ক্রয়, সেলাই মেশিন ক্রয়, জমির সার বীজ ক্রয় এবং সেচ, সন্তানের লেখাপড়া বা চিকিৎসা কাজে, মেয়ের বিয়ের জন্যে সহ নানা প্রয়োজনে এই ঋণ প্রদান করা হয়।
♦ ঋণ প্রদানের সাথে সাথে আমরা ঋণগ্রহীতা কে সুদের বিপক্ষে সচেতনতা তৈরী করতে চেষ্টা করি। কর্জে হাসানার মত মৃতপ্রায় সুন্নাহ বাস্তবায়নে একদিন সুদমুক্ত হবে প্রতিটি গ্রাম ইনশাআল্লাহ। ♦♦ শুধুমাত্র ব্রাঞ্চ থেকে কর্জ বিতরণ করা হয়, অনলাইনে কাউকে কর্জ প্রদান করা হয়না ♦♦
কর্জে হাসানা নিয়ে যারা কাজ করছেন
কর্জে হাসানা নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছেন
আন-নূর কর্জে হাসানা
আন-নূর কর্জে হাসানা একটি সেচ্ছাসেবী সংগঠন। যার প্রধান উদ্দ্যেশ্য সুদমুক্ত ঋণ বা কর্জে হাসানা প্রদান করা। ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে বর্তমান সদস্য সংখ্যা ২৫৫ জন।
মসজিদ লাইফ
১০০% সুদ মুক্ত ঋণ বা কর্জে হাসানা বিতরণ - মসজিদ ডট লাইফের প্রধান সেবা। এছাড়া Help Disabled, Under Privileged Education, Education Loan ইত্যাদি সেবা দিয়ে আসছে
আরাফাত ফাউন্ডেশন
আরাফাত ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক মূলত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, হযরত মুহাম্মদ সা.-এর দেখানো পথ অনুসরণ করে আর্তমানবতার সেবা, কর্জে হাসানা প্রদান, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষা প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান।
আন-নাসর ফাউন্ডেশন
আন-নাসর ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। আল-কুরআনের ১১০ নাম্বার সূরার নাম আন-নাসর, যার অর্থ- "সাহায্য", যা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ প্রদত্ত আমাদের নিয়ামতসমূহ থেকে কিছু অংশ অন্যান্যদের সাথে ভাগাভাগি করার প্রচেষ্টাই আন-নাসর ফাউন্ডেশন।